Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় সমাবেশ ও মতবিনিময়

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মুজিববর্ষ উপলক্ষ্যে বাল্য বিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের লক্ষে কাজী ও বিবাহ রেজিস্টারদের নিয়ে সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। ভিডিও কনফারেন্সে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা যুক্ত হয়। সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির সামনে চার জেলার প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাজী ও বিবাহ রেজিস্টার এবং সাংবাদিকগন বাল্য বিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরেন। নেত্রকোনা থেকে ভিডিও কনফারেন্সে নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নিরঞ্জন দেবনাথ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ