রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক পদে তাজউদ্দীন আহম্মেদ নির্বাচিত হয়েছেন। কাউন্সিলররা উৎসব মূখর পরিবেশে ভোট দিয়েছেন।
গত শনিবার বিকেল ৫টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশির নেতৃত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। তিনি বলেন, যারা অর্থলভী, ভ‚মিদস্যু তাদের কমিটিতে ঠায় দিবেন না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা প্রমুখ।
প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে। বিকেল ২ টার পর শুরু হয় নির্বাচন। নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৭টায় ঘোষণা করেন নির্বাচন প্রধান কমিশনার জেলা আ.লীগ নেতা তোজাম্মেল হক বাবলু। তিনি বলেন, সভাপতি পদে বিনা প্রতি›দ্বদ্বীতায় অধ্যাপক সইদুল হক এবং সাধারণ সম্পাদক পদে তাজউদ্দীন আহম্মেদ সর্বোচ্চ ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।