রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর দ্বারা নিজের ইজ্জত হারিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বীরঙ্গনা আফিয়া খাতুন। ৪৭ বছর পর বীরঙ্গনার খেতাব পেলেন তিনি। এরই মধ্যে প্রভাবশালী মহল আফিয়া খাতুনের সম্পত্তিটুকু গ্রাস করে নিয়েছিলেন। যার ফলে ভিটেবাড়ি ছাড়া হয়ে কুমিল্লা শহরে একটি বস্তিতে বসবাস করতেন। বিষয়টি নজরে আসে কুমিল্লা জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ পদস্থ মহলে। সরকার আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেন। পাশাপাশি তার দখল হয়া ভুমিটুকু উদ্ধার করার জন্য চৌদ্দগ্রাম থানা পুলিশ উদ্যোগ গ্রহণ করে। ফলশ্রুতিতে দীর্ঘ ৩৫ বছর পরে আফিয়া খাতুন ফিরে পেয়েছে ওয়ারিশসূত্রে নিজের সম্পত্তি।
জানা যায়, দীর্ঘ ৩০-৩৫ বছরের দখল, দখলীয় ভূমিতে স্থাপনা নির্মাণ, ভূমির প্রকৃত মালিকদের খোঁজ-খবর না থাকার সুযোগে ভূমির দখল কিংবা মালিকানা ছাড়ার কথা চিন্তায়ও আসেনাই দখলবাজদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।