Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ আসনে ৩০ শিক্ষার্থীর লড়াই পবিপ্রবিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ৩:২৩ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩০ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মাদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট ২৩০ টি আসনের বিপরীতে ৬ হাজার ৮৩৯ জন আবেদন করেছে। গড়ে প্রতি আসনে ৩০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭০টি আসনের বিপরীতে গড়ে ৫০ জন করে মোট ৩ হাজার ৫১৩ জন, ‘বি’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে গড়ে ১৯ জন করে মোট ১ হাজার ৯৪৫ জন এবং ‘সি’ ইউনিটে ৬০টি আসনের বিপরীতে গড়ে ২৩ জন করে মোট ১ হাজার ৩৮১ জন আবেদন করে। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষা ২০ ডিসেম্বর ১১টায় এবং ৩টায়। ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা ২১ ডিসেম্বর ১১টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।

কি-ওয়ার্ড: এক আসন, ৩০ শিক্ষার্থী, পবিপ্রবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ