প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’। বিজয়ের মাসের প্রথম প্রহরে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের এবারের আয়োজনেও রয়েছে বিশেষ চমক। এ আয়োজন প্রসঙ্গে ‘পদক্ষেপ বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা জানান পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজন, কর্মসূচী ব্যতিক্রম ও বৈচিত্র্যময়। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত¡রে জাতীয় সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১ ডিসেম্বর রবিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর সভাপতি বাদল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ঘোষণাপত্র পাঠ করবেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে দলীয় সঙ্গীত ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সমস্বর, ভিন্নধারা। দলীয় নৃত্য পরিবেশন করবে স্পন্দন ও নৃত্যাক্ষ, দলীয় আবৃত্তি পরিবেশন করবে ঢাকা স্বরকল্পন। এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করবেন সানজিদা মঞ্জুরুল হ্যাপী, আরিফুর রহমান, আবিদা রহমান সেত ও মোহনা দাশ। একক আবৃত্তি করবেন আহকাম উল্লাহ, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি এবং মাহফুজা আক্তার মীরা। অনুষ্ঠানে চরমপত্র পাঠ করবেন শহীদুল ইসলাম নাজু। এছাড়াও রয়েছে কবিকণ্ঠে বিজয়ের ছড়া ও কবিতা পাঠ। সবশেষে রয়েছে নাটক। নাটক মঞ্চায়ন ঢাকা মৌলিক নাট্যদল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মানজারুল ইসলাম চৌধুরী সুইট। জান্নাতুন নিসা বলেন, অন্য এক আগামীর পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত পদক্ষেপ বাংলাদেশ। ‘কালে-কালান্তরে-মাটি-মানুষে-সমৃদ্ধ’ শ্লোগান বুকে ধারণ করে ২০০১ সালের ১৪ অক্টোবর কয়েকজন তারুণ্যদীপ্ত সংস্কৃতি কর্মীর হাত ধরে পথচলা শুরু হয় তাদের। স্বমহিমায় দীপ্ত শিল্প-সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’ শৈশব পেরিয়ে যৌবনের দুয়ারে করা নাড়ছে উচ্ছসিত আহ্বানে। তারা স্বপ্ন দেখে একটি সুন্দর, স্বপ্নীল, শোষণহীন, শান্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত ডিজিটাল বাংলাদেশের। যে বাংলাদেশের বুক ভরে উঠবে সুস্থ সংস্কৃতির পত্র-পল্লবে। চর্চা হবে সম্প্রীতি ও সাম্যের। গড়ে উঠবে একটি নতুন সাংস্কৃতিক প্রজন্ম এমনটাই প্রত্যাশা ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।