প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুপারমডেল নেয়োমি ক্যাম্বেল নিজেকে ফ্যাশন আইকন মনে করেন না। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ২ ডিসেম্বর তাকে ফ্যাশন আইকনের সম্মাননা দেবে। পক্ষান্তরে তিনি বলেন : “ এই সম্মাননা দেয়া বন্ধ করা উচিত, আসলেই। আমি নিজেকে কোনও আইকন মনে করি না তবে তারা আমাকে এই সম্মাননা দিতে চাচ্ছেন দেখে নিজে সম্মানিত এবং ভাগ্যবান মনে করছি।” “এই সম্মাননা কি বয়স আর অভিজ্ঞতার সঙ্গে এসেছে? হয়তো, তাইনা? সুতরাং আইকন শব্দটি কি বয়সের সঙ্গে সংশ্লিষ্ট? তাই কি? এটি আয়ুর সঙ্গে যুক্ত?” ৪৯ বছর বয়সী মডেল ও অভিনেত্রীটি জানান তিনি যা করেন তা ভালবেসেই করেন। তিনি বলেন : “আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করছি না, আমি যা পছন্দ করি তাই করছি, আর আমি একই কাজ বারবার করি না, তার মানে এটি এক ধরণের মিশ্রণ, আমি এভাবেই কাজ করতে পছন্দ করি।” এতো দীর্ঘ সময় কোন কৌশলে তিনি টিকে আছেন জানতে চাইলে তিনি বলেন: আমার কোনও কৌশল নেই। আপনারা আমাকে দেখবেন তারপর আমি হারিয়ে যাই এবং অন্য কিছু করি এবং ফিরে আসি। আমি এমনটাই করি। আমার পথটাই এমন “আমি হাল ছাড়ি না। আমি ছুটি নিই। আমার মনে হয় জীবন যাপনের জন্য ছুটি দরকার।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।