Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়েব সিরিজে তামান্না ভাটিয়ার অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ওয়েব মাধ্যমে অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিষেক হতে যাচ্ছে। মূলত তামিল ও তেলুগু চলচ্চিত্রের এই তারকার অভিনয়ে ওয়েব সিরিজটি নির্মিত হবে তামিল ভাষায়। বাবা ও মেয়ের বন্ধন নিয়ে এই সিরিজের সম্ভাব্য নাম ‘দ্য নভেম্বর স্টোরি’। এর কাহিনী এক সাবেক অপরাধীর (জিএম কুমার) যার কন্যা (তামান্না ভাটিয়া) তাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। সিরিজটি স্ট্রিমিং হবে ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্মে। “ওটিটি এরই মধ্যে অনেক সফল শিল্পীর নতুন খেরার মাঠে পরিণত হয়েছে, আমিও এতে সুযোগ নিচ্ছি। সিনেমার ২ ঘণ্টার সীমাবদ্ধতা পেরিয়ে এটি নতুন এক চ্যালেঞ্জ। আমি চরিত্রের সঙ্গে মিশে যাবার চেষ্টা করি, তাই ওয়েব সিরিজ আমার জন্য সঠিক মাধ্যম, পাঁচটি ফিল্ম একসঙ্গে করার মত এই অভিজ্ঞতা। অনেক ডিটেইল কাজ আছে আর চরিত্রের গভীরতা নিয়ে কাজ করা যাবে,” তামান্না বলেন। তিনি আরও বলেন : “আজকের দর্শকরা বৈশ্বিক আবেদন আছে এমন উন্নত কনটেন্টে আগ্রহী। যদি কাহিনী মৌলিক, সমসাময়িক এবং পরিচিত হলে দর্শকের প্রশংসা হয় স্বতঃস্ফূর্ত। আমি আগামীতে এমন কাজ আরও করতে চাই।” সিরিজটি পরিচালনা করবেন নবাগত রাম সুব্রামানিয়ান। আনন্দ বিকাতন গ্রæপের প্রযোজনায় স্ট্রিমিং হবে হটস্টারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ