Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলের মধ্যে বিভাজন তৈরি করে আ.লীগ করতে পারবেন না

মোরেলগঞ্জে আমিরুল আলম মিলন

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, দলের মধ্যে বিভাজন তৈরী করবেন না, সে আপনি যত ফুট উচু আর যত ফুট চওড়া হন আ.লীগ করতে পারবেন না। দলের কর্মীদের ভালবাসতে হবে। মনে রাখবেন কর্মীরাই আপনাকে নেতা বানিয়েছে। গতকাল শনিবার সকালে তিনি মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের হাওলাদারের সভাপতিত্বে সন্ন্যাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাধারণ কর্মীদের উদ্দেশ্য করে মিলন আরও বলেন, কোনো নেতা জামায়াত বিএনপির কাউকে দলের সদস্য করলে আপনারা প্রতিবাদ করবেন। দল এ নেতার বিরুদ্ধে বিচার ব্যবস্থা নেবে। দলের মধ্যে কোন হাইব্রিট নেতার স্থান হবেনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক দফতর সম্পাদক মাস্টার সাইদুর রহমান, আ.লীগ নেতা আবুল কাশেম হাওলাদার প্রমুখ।
জানা যায়, মোরেলগঞ্জ উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও এম এমদাদুল হক পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হওয়ায় খাউনিয়া ইউনিয়ন আ.লীগ তাদের সংবর্ধনা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ