বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গণ ভবনে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ওই দিন গণ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অনূর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল ও উয়েফা অনূর্ধ-১৫ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়-কর্মকর্তারা।
এসময় সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন, বাফুফের এজ লেভেল ফুটবলের টিম লিডার, বাফুফে সদস্য, কক্সবাজারের সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া। এসময় প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ইতোপূর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণে তাঁর ঘোষণার অগ্রগতি জানতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে।
এদিকে বাফুফে সদস্য বিজন বড়ুয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায় চিহ্নিত ১১ একর জায়গায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মাণে কাজ শুরু করতে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নির্দেশ দিয়েছেন।
এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী সহসা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।