বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া থেকে নগরীতে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির সাথে জড়িত বাসের চালক ও হেলপারদের গ্রেফতার করা যায়নি। গতকাল শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানার ওসি আবুল কালাম দৈনিক ইনকিলাবকে বলেন, তাদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তবে এখনও পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা যায়নি। ওই ছাত্রীর বিষয়টি জানার সাথে সাথে পুলিশ অপরাধীদের ধরতে মাঠে নামে বলেও দাবি করেন তিনি। বুধবার পটিয়া থেকে নগরীর বহদ্দারহাট আসার সময় সোহাগ পরিবহনের একটি বাসে যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়টি পরদিন ফেসবুকে লিখেছেন ওই তরুণী। এরপর তোলপাড় শুরু হয়। ওই ছাত্রী বলেন, ভাড়া নিতে এসে ওই কন্ডাক্টর তাকে ‘একা না কি’ জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তখন তিনি বিষয়টিতে গুরুত্ব দেননি। এরপর বহদ্দারহাট কি না জানি না, একটা জায়গায় এসে বাস দাঁড়ায় এবং অনেকজন নেমে যায়, আমি উঠে নেমে যাচ্ছিলাম। কন্ডাক্টর বলে, আপনি না ২ নম্বর গেইট যাবেন? আপনাকে ওখানেই নামাই দিব, বসেন।
আমি দরজার পাশে প্রথম সিটে আবারো বসলাম। বাস ড্রাইভার মিরর দিয়ে বারবার তাকাচ্ছিলো আমার দিকে, আমার সন্দেহ হতে থাকে, আমি পিছে তাকাই দেখি একটা মানুষও নাই। আমি বললাম, ভাই আমাকে নামাই দেন, আমি ২ নম্বর গেইট যাব না। তখন বাসের হেলপার দরজাটি আটকে দেয় বলে জানান এই ছাত্রী। বাস থামাতে বলার পর চালকও না শোনার ভান করে। আমি তখন ৯৯৯ টাইপ করছিলাম, এ সময় কন্ডাক্টর এসে আমার ব্যাগ নিয়ে নেয়, আমি ব্যাগ আটকানোর জন্য ওনার সাথে টানাটানি করছিলাম আর চিৎকার করছিলাম জানালা দিয়ে। কন্ডাক্টর আমাকে ধাক্কা দেয় আমি দরজার সাথে খুব জোরে বাড়ি খাই। আমি পা দিয়ে দরজায় লাথি মারছিলাম আর চিৎকার করছিলাম। আমার হিজাব টানছিল দুইজন কন্ডাক্টরের একজন। আমি লাথি মারছিলাম দরজায় আর নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছিলাম। তিনি বলেন, তার চিৎকার সড়কে থাকা পথচারীদের কারও নজরে আসতে পারে বলে তখন বাস চালক ও তার সহকারীরা তাকে বাস থেকে নামিয়ে দেয়।
ড্রাইভার বলেছিল, ছেড়ে দে, সুবিধা নাই। বাস থামায়। ইভেন আমি চিনিও না জায়গাটা। বাসের নম্বরও দেখতে পারিনি, সবকিছু ঝাপসা মনে হচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।