Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কু-প্রস্তাবে সাড়া দিলেন থাপ্পড় দিয়ে

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম


 কলেজছাত্রী সহপাঠীকে অশালীন প্রস্তাব। ফলাফল থাপ্পড়। এমন ঘটনাই ঘটেছে রাজশাহী নিউ গভ:ডিগ্রি কলেজে। গত বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কলেজের অডিটরিয়ামের সামনে মানবিক বিভাগের একছাত্র তার এক সহপাঠী ছাত্রীকে অশালীন প্রস্তাব দেয়।
প্রস্তাবে রাজি না হলে সে ছাত্রীর শরীরে স্পর্শ করার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী পাশে থাকা তার সহপাঠী ছাত্রীদেরকে জানায়। তারা এসে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করে। একপর্যায়ে তিনজন ছাত্রী মিলে উত্ত্যক্তকারী ওই ছাত্রকে মারধর করে। মারধরের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। রাতে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে কলেজ ড্রেস পরিহিত এক ছাত্রকে তিন ছাত্রী মিলে চড়-থাপ্পড় মারতে দেখা যায়।
কলেজের অধ্যক্ষ বলেন, ভিডিওটি দেখার পর আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ছাত্র তার এক সহপাঠীকে উত্যক্ত করেছে। এ ধরনের অপকর্মে জড়িত থাকলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে এভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত হয়নি। ভুক্তভোগীরা কলেজের প্রশাসনের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতাম। আমি তাদের ডেকেছি। উভয়পক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

 



 

Show all comments
  • মশিউর ইসলাম ৩০ নভেম্বর, ২০১৯, ১:২০ এএম says : 0
    মেয়েরা খুবই সাহসী ও প্রশংসনীয় কাজ করেছে।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম চঞ্চল ৩০ নভেম্বর, ২০১৯, ১:২০ এএম says : 1
    মেয়েগুলোর জন্য আমার পক্ষ থেকে লাল সালাম।
    Total Reply(0) Reply
  • মরিয়ম বিবি ৩০ নভেম্বর, ২০১৯, ১:২০ এএম says : 0
    এইভাবে বখাটেদের উচিত শিক্ষা দিতে পারলে কেউ আর এমন সাহস দেখাবে না।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ৩০ নভেম্বর, ২০১৯, ১:২১ এএম says : 0
    খুবই উচিত শিক্ষা হয়েছে। এভাবেই প্রতিবাদ জানানো উচিত।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ৩০ নভেম্বর, ২০১৯, ১:২১ এএম says : 0
    মেয়েদের এভাবেই সংঘবদ্ধ হয়ে লম্পট-বখাটেদের রুখে দিতে হবে।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ৩০ নভেম্বর, ২০১৯, ১:২২ এএম says : 0
    খুবই ভালো সংবাদ।
    Total Reply(0) Reply
  • mashud ৩০ নভেম্বর, ২০১৯, ৭:৩৬ এএম says : 0
    প্রচারিত সংবাদ সত্য হলে ঠিক আছে |
    Total Reply(0) Reply
  • oti_shadharon ৩০ নভেম্বর, ২০১৯, ৭:৫০ এএম says : 0
    তিন লম্পট ছাত্রী যদি কোনো ছাত্রের টাকা-পয়সা লুট করতে গিয়ে ওকে মারধর করে আর সেই ছবি ইন্টারনেটে দেয়, তাহলে জনসাধারণ কি করে বুঝবে আসলে দোষটা কার? মারদাঙ্গা মুভির বদৌলতে পৃথিবীতে এখন মহিলা ছিনতাইকারী আছে, সেটাও মনে রাখা দরকার। মাননীয় অধ্যক্ষের পরামর্শের সাথে আমি একমত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ