প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে পাঁচটি দেশাত্মবোধক গান তৈরি করা হচ্ছে। গানগুলো লিখেছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সঙ্গীত তৈরি করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। গান পাঁচটির শিরোনাম- একাত্তরের যুদ্ধের দিন, বিজয় মানে তো হৃদয়ের উচ্ছ¡াস, মাগো চোখের দেখায় দেখছি তোমায়, উৎপীড়িতের সংগীতে শিহরিত লোকালয় এবং আমার সোনার বাংলা। গানগুলোর মধ্যে তিনটি গাইবেন সংগীতশিল্পী মোহাম্মদ রফিকুল আলম, দিনাত জাহান মুন্নী ও প্রিয়াঙ্কা গোপ। বাকি দুজনের নাম শিগগিরই চ‚ড়ান্ত করবেন বলে ফরিদ আহমেদ জানান। তিনি বলেন, দেশের গানের প্রতি আমার আলাদা রকমের একটা দুর্বলতা সব সময়ের। নিজের দায়বদ্ধতা থেকে ভালোবেসে এই ঘরানার গান তৈরির প্রয়াস সব সময়ই আমার মধ্যে ছিল, আগামীতেও থাকবে। মহান বিজয় দিবসে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান গীতিনকশার মাধ্যমে গানগুলো প্রচার হবে বলে ফরিদ আহমেদ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।