প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং নাগরিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা আনিসুল হকের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিনটিকে স্মরণ করে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গুলশান আজাদ মসজিদে আজ বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন সকাল ৯টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে পু®প নিবেদন করে শ্রদ্ধা জানানো হবে। এর আগে গত বৃহস্পতিবার বিকালে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর গড়ে তোলা নাগরিক টেলিভিশনে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) রোগে আক্রান্ত হলে ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি মোতাবেক বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।