Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে সুগন্ধি ধানের বাম্পার ফলন

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বিরামপুরে সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে ধান কাটার উৎসব। কৃষকের ব্যস্ত সময় চলছে। জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাটি শস্য ভান্ডার হিসাবে খ্যাত আমন মৌসুমে এ উপজেলার চাষিরা সুগন্ধী ধান চাষের দিকে ঝুঁকে পড়েছেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শত শত হেক্টর জমিতে সুগন্ধি ধান চাষ হয়েছে। কৃষক কাটা মাড়াই ব্যস্ত সময় পার করছেন। সুগন্ধি ধানের চাল বিদেশে রপ্তানি হয় এ কারণে এ ধানের চাহিদা সব সময় থাকে। এ মৌসুমে এ ধানের বাম্পার ফলন হয়েছে। চাষিরা সুগন্ধি ধানের ভালো দাম পাবেন বলে আশা করছেন। কৃষক জহুরুল ইসলাম জানান, পূর্বে ২৫/৩০বিঘা জমিতে মোট ধান চাষ করে প্রতি বছর লোকসানে পড়েন, বিরামপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার তিনি ১৫ বিঘা জমিতে সুগন্ধি ধান এর আবাদ করেছেন, নিয়মিত পরিচর্চার কারণে তার জমিতে কোনো প্রকার পোকার আক্রমণ হয়নি।
বাম্পার ফলন হয়েছে বিঘাপ্রতি ১২ মন সুগন্ধি ধান মাড়াই করেছেন। আরও কয়েক কৃষক জানান, আবাদ করি ঠিকই কিন্ত ধানের দামের কারণে চিকন ধান বাজারে চাহিদা বেশি মোটা ধান কেউ নেয়না। তাই সুগন্ধি ধানে চাহিদা বেশি থাকে বলে তার জানান। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়। অধিকাংশ জমিতে কৃষক সুগন্ধি ধান-৩৪ চাষ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ