Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ১ শ্রমিক নিহত

পটুয়াখালী জেলা সংবাদদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টায় ক্রেনে বহনকারী ভারী এ্যাংগেল উপর থেকে মাথায় পড়ে ইব্রাহীম খান তারেক (২৬) নামে এক বাংলাদেশী শ্রমিক প্রাণ হারায়।
তাপবিদুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, সকাল পৌনে ১১টায় কোলইয়ার্ড এলাকায় ব্রয়লারের পাশে কর্মরত অবস্থায় ক্রেন থেকে ভারী এ্যাংগেল জাতীয় পদার্থ মাথায় পড়ে হেলমেট ভেঙে আঘাত পেলে ঘটনাস্থলে প্রাণ হারায় ইব্রাহীম খান তারেক।
তাপবিদ্যুৎ কেন্দ্রের জুনিয়র এসিসটেন্ট ম্যানেজার শাহমনি জিকো জানান, কোলইয়ার্ড এলাকায় স্থাপনার উপর থেকে ১টি পাইপ মাথায় পড়ে হেলমেট ভেঙে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলে প্রাণ হারায় শ্রমিক ইব্রাহীম। পরে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মৃত ইব্রাহীম বরিশালের কালিজিরা এলাকার আইয়ুব আলী খানের ছেলে। ইব্রাহীমের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। কলাপাড়া থানায় ১টি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ