রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই লোকালয়ে একের পর এক বিরল প্রাজাতির অজগর সাপ ধরা পড়ছে। চলতি সপ্তাহে একের পর এক বিরল প্রাজাতির অজগর সাপ মানুষের বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস, হাঁস-মুরগির খামারসহ জনবসতিপূর্ণ এলাকা হতে আটক করা হচ্ছে। অনেকে ভয়ে পিটিয়ে মেরে ফেলার খবর পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সুইডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভেতর ১২ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের ১টি অজগর সাপ দেখতে পায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্ঠি হয়। শিক্ষার্থীরা সাপটিকে না মেরে স্থানীয় কাপ্তাই রেঞ্জ বন বিভাগের লোকদের খবর দিলে তারা এসে বিরল প্রাজিতর সাপটি আটক করে।
কাপ্তাই রেঞ্জের সদর বিট কর্মকর্তা মো. তানজিনুর রহমান জানান, বনের মধ্যে এরা খাদ্য না পেয়ে লোকালয়ে বিভিন্ন বাসা-বাড়ি হাঁস, মুরগির খামারে এসে হানা দেয়। এতে করে লোকালয়ের মানুষের হাতে ধরা পরে। তিনি এ ধরনের আরও কয়েকটি সাপ চলতি মাসে লোকজন ধরে আমাদের খবর দেয়। আমরা এটাকে ধরে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে দেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।