রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই উপজেলা ইউনিয়ন পর্যায়ে আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ মঞ্চে উঠার পরপরই বাঁধভাঙা জোয়ারের মতো হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। গত বৃহস্পতিবার এ সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সাকু।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান, পৌর আ.লীগের সভাপতি আলহাজ গোলাম কবীর মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি আহম্মদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গাঙ্গুটিয়া ইউনিয়নে নেতৃত্ব নেয়ার জন্য সভাপতি পদে প্রার্থী ছিলেন ৬ জন। বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, আমজাদ হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, আলতাফ হোসেন ও মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৪ জন। আব্দুল কাদের, মিলন ক্রান্তি রায়, রবিউল ইসলাম হাসু ও আবুল বাশার। এ ইউনয়নে নেতাকর্মীদের প্রত্যক্ষ সমর্থনে সভাপতি হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কাদের।
অপরদিকে বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের খেলার মাঠে এ ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধীক প্রার্থী ছিলো না। সভাপতি হয়েছেন আব্দুল আলীম, সাধারণ সম্পাদক হয়েছেন আহম্মদ আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।