Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখান আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভোলার দৌলতখান উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার। গত বৃহস্পতিবার সম্মেলনের প্রস্তুতি নিয়ে দলীয় কার্যালয়ে সভার আয়োজন করে উপজেলা আ.লীগ। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর জানান, সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সকাল ১০টায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। পরে বিকাল ৫টা থেকে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেটরা তাদের ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সম্পাদক নির্বাচিত করবেন। এদিকে সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দৌলতখান পৌরশহর ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ