Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছ লুটপাট

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ইন্দুরকানীতে বুলবুল ঘুর্ণিঝড়ের আঘাতে রাস্তায় পড়ে থাকা গাছগুলো লুটপাট হয়ে গেছে। ১৫দিনে অতিক্রম হলেও গাছগুলো এখনও পড়ে আছে রাস্তার আসে পাশে। স্থানীয় লোকজনের পছন্দ অনুযায়ী কেটে নিয়ে যায়। কর্তপক্ষের উদারসিনতা কারণে এ গাছগুলো লুট হচ্ছে।
সরেজমিনে জানা যায়, ঘুর্ণিঝড়ের পরদিন এলাকার লোকজন পড়ে থাকা বিভিন্ন রাস্তার গাছগুলো কেটে রাস্তা পরিস্কার করে রাখেন। তারপর স্থানীয় প্রভাবশালী ছত্রছায়ায় এ গাছ উধাও হয়ে যাচ্ছে। ভয়ে কেউ কথা বলতে পারছে না। স্থানীয় লোকেরা জানান, রামচন্দ্রপুর গ্রামের রাস্তার গাছ রাজিব খান খোকা শিকদার, মিজান শিকদার, পত্তাশী কেয়ার রাস্তার সৈয়দ, আল আমিন, টুকু কে ভ্যান গাড়িতে নিয়ে যেতে দেখা যায়। এছাড়া বালিপাড়া, পাড়েরহাট বাগোলেরহাট, কালাইয়া, চন্ডিপুরসহ উপজেলার বিভিন্ন রাস্তায় ঘুর্ণিঝড়ের আঘাতে পড়ে যাওয়া গাছগুলো নিয়ে যায়।পত্তাশী এলাকার জাহাঙ্গীর কাজি জানায়, ঘুর্ণিঝড়ে বুলবুলে আঘাতে পড়ে থাকা সামাজিক বন বিভাগের গাছগুলো স্থানীয় চেয়ারম্যানের অজুহাত দিয়ে বিভিন্ন লোকে নিয়ে যায়।
এ ব্যাপারে ইন্দুরকানী বন বিভাগের দায়িত্ব থাকা অনুপ কুমার এর মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, আমার নাম ভাঙিয়ে যারা গাছ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। আমি এ ব্যাপারে কিছুই জানি না।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ জানান, ঘুর্ণিঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছগুলো সংরক্ষনের জন্য বন বিভাগকে জানানো হয়েছে। যদি কেউ সরকারি গাছ কেটে নিয়ে যায়, তাহলে তা উদ্ধারের জন্য আইনগত ব্যাবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ