Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নীলফামারীর সৈয়দপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ যোগদান করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া ও নবাগত নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার অর্পণ ও গ্রহন অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশণার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ বিদায়ী উপজেলা নির্বাহী আিফসার এস. এম. গোলাম কিবরিয়ার স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী ইউএনও এস. এম. গোলাম কিবরিয়াকে রেলপথ মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।
নবাগত ইউএনও মো. নাসিম আহেমদ সৈয়দপুর উপজেলা নির্বাহী আিফসার হিসেবে তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ