Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে পুলিশ-ডাকাত গুলি বিনিময় ডাকাত সর্দার গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ২:২৭ পিএম, ২৩ জুন, ২০১৬

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : আজ বৃহস্পতিবার ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের জিয়ার মোড় এলাকায় সড়কে ডাকাতির চেষ্টা কালে পুলিশ-ডাকাত গুলি বিনিময় হয়েছে। পুলিশ ১০ রাউন্ড গুলি চালায়। এসময় ডাকাত সর্দার সানোয়ার হোসেন (৪৮) গুলি বিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিপাহী ইসমাইল হোসেন পাঁচবিবি হাসপাতালে ভর্তি রয়েছে। গুলিবিদ্ধ ডাকাত সর্দার সানোয়ার পাঁচবিবির বিনশিরা (রায়পুর) গ্রামের মেছের আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন ১৮টি মামলার পলাতক আসামী, ডাকাত সর্দার ও তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। গতকাল বুধবার তাকে সীমান্ত এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসার পর সে পুলিশকে জানায়, গভীর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের জিয়ার মোড় এলাকায় ডাকাতি করা হবে। পুলিশ সেই সূত্র ধরে গভীর রাতে ঘটনা স্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে। পুলিশ শর্ট গান থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি করে। ডাকাদের গুলিতেই তাদের সর্দার সানোয়ার হোসেন ডান পায়ে গুলি বিদ্ধ হয় এবং সিপাহী ইসমাইল হোসেন জখম প্রাপ্ত হয় বলে অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ