Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যলয় প্রথম সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:১৭ এএম

দেশে প্রথমবারের মত ৭টি কৃষি ও কৃষি বিষয়ক বিশ^বিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩০ নভেম্বর সকাল ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যলয়সহ (বাকৃবি) সহ আরো ৫টি কৃষি বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
গত বুধবার সকাল ১০ টার দিকে বাকৃবি ভিসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষি বিশ^বিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বাকৃবি ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান।
অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বাকৃবি সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ^বিদ্যালয়ে মোট ৩৫৯৮২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন্।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্ববধানে বাকৃবিসহ ৫ টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাকৃবিতে মোট ১৬ টি অঞ্চলে ২৩৪ টি কক্ষে ১২৬৭৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষার জন্য প্রায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রশ্ন ফাঁস রোধ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে ভিসি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকৃবিতে সংঘটিত পূর্ববর্তী ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁসের কোন ঘটনা ঘটেনি। তারই ধারাবাহিকতায় আসন্ন ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁসের কোন সম্ভাবনা নেই। বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রশ্ন ফাঁসসহ সকল ধরনের অসাধু উপায় রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই গুজবে কান না দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারা আবেদনকারীদের টাকা খুব শীঘ্রই ফেরত দেয়া হবে বলেও জানান অধ্যাপক ড. লুৎফুল হাসান।
উল্লেখ্য, কৃষি বিশ^বিদ্যালয়েল সমন্নিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য মোট আবেদন করে ৭৫,৯৩৯ জন। কিন্তু জিপিএর ভিত্তিতে ভর্তি পরীক্ষায় ৩৫,৯৮২ জনকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ কৃষি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ