Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে নদীর অবাধ প্রবাহ নিশ্চিতকরণে পরিকল্পনা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত ও খনন কাজের মাধ্যমে নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে নাটোরে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ইসলাম।
সভায় সংসদ সদস্য শিমুল বলেন, নাটোরের বড়াল, নারদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এক হাজার চার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সৌন্দর্য বর্ধনে শহরের মধ্যে নারদ নদের উভয় পারে বসার জায়গাসহ ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নদীর ধারে গড়ে ওঠা বস্তিবাসীদের পূণর্বাসনে অন্যত্র আবাসন প্রকল্প খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, নদীগুলোর উভয় পারের অবৈধ দখলকারীদের তালিকা প্রণয়ন কাজ সম্পন্ন হয়েছে। দখলকারীদের অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ দেয়া শুরু হয়েছে। স্বেচ্ছায় অপসারণ না করলে খুব দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সিএস নকশা অনুযায়ী প্রতিটি নদীর সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন করা হচ্ছে বলে সভাকে অবহিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. শরীফুন্নেছা। নদীই দেশের প্রাণ। শহরের মধ্য দিয়ে প্রবাহিত নারদ নদসহ সকল নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে পানি প্রবাহের সকল প্রতিবন্ধক অপসারণ, উভয় পারের সকল অবৈধ দখল উচ্ছেদ এবং নদী খননসহ পারে বৃক্ষরোপন করার প্রস্তাব করেন উপস্থিত বক্তারা। সভায় বক্তব্য রাখেন নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সিংড়া নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, নদী বাঁচাও আন্দোলন নাটোর কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

 

 



 

Show all comments
  • আপন ৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২৯ পিএম says : 0
    গুরুদাপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কসাইপাড়ার মধ্যের তুলসি গঙ্গা নদীটি ও দখল করে আছে বিভিন্ন প্রভাবশালীরা ওটাও কাটতে হবে।
    Total Reply(0) Reply
  • আপন ৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২৯ পিএম says : 0
    গুরুদাপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কসাইপাড়ার মধ্যের তুলসি গঙ্গা নদীটি ও দখল করে আছে বিভিন্ন প্রভাবশালীরা ওটাও কাটতে হবে।
    Total Reply(0) Reply
  • আপন ৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২৯ পিএম says : 0
    গুরুদাপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কসাইপাড়ার মধ্যের তুলসি গঙ্গা নদীটি ও দখল করে আছে বিভিন্ন প্রভাবশালীরা ওটাও কাটতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ