Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ -সংবাদ সম্মেলনে ক্যাব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। তিনি বলেছেন, সরকারের এই ব্যর্থতার সুযোগ নিয়ে লবন, চাল, তেলসহ সব পণ্যের অসাধু ব্যবসায়ীরা পণ্যের মূল্য বৃদ্ধি করেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ক্যাব আয়োজিত ‘ভোক্তা স্বার্থরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক ডিভিশন অথবা স্বতন্ত্র মন্ত্রণালয় চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণহীন হওয়ায় চালকল মালিকরা দাম সাহস পেয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা না পাওয়ার কারণে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি সরকার।

ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বেশকিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। সেপ্টেম্বর মাসে পেঁয়াজ দিয়ে সেটা শুরু হয়েছে। এখন পর্যন্ত পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামের বিষয়ে সরকারের নানা উদ্যোগ থাকলেও কোনভাবেই মূল্য নিয়ন্ত্রণে আসছে না। এর সঙ্গে গত এক মাস ধরে চালের মূল্য ক্রমান্বয়ে বাড়ছে। ক্যাব সভাপতি বলেন, সেপ্টেম্বর মাসে পেঁয়াজ দিয়ে শুরু হবার পর একে একে চাল, ডাল, ময়দা, আটা, সয়াবিন তেল, ডিমসহ নানা পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। শীতকালীন সবজির দাম এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তিনি বলেন, কয়েকদিন আগে লবণের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ে, তবে স্বস্তির কথা এখন তা অনেকটাই নিয়ন্ত্রিত। তবে এসব ক্ষেত্রে সরকারের আরও সচেতন ও উদ্যোগী হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ