প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার ‘পাগালপান্তি’, ‘রাম প্রসাদ কি তেহরবি’, ‘রিমেম্বার অ্যামনিশা’ এবং ‘দোস্তি জিন্দাবাদ’। এর মধ্যে প্রচুর সমালোচনার মুখে ‘পাগালপান্তি’ কিছুটা আয়ের মুখ দেখেছে, তার পরে আছে ‘দোস্তি জিন্দাবাদ’, তবে পরের এই ফিল্মটির আয় তেমন আশা জাগাবার মত নয়।
আনিস বাজমির পরিচালনায় কমেডি ফিল্ম ‘পাগালপান্তি’তে অভিনয় করেছেন জন আব্রাহাম, ইলিয়ানা ডি’ক্রুজ, পুলকিত সম্রাট, কৃতি খারবান্ডা, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, উর্বশী রৌতেলা, সৌরভ শুক্লা, জাকির হুসেন, বৃজেন্দ্র কালা এবং মুকেশ তিওয়ারি। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৪.৯৫ কোটি রুপি। শনিবারের আয় ৬, রবিবারের ৭.১ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ১৮.০৫ কোটি রুপি। সোমবারের আয় ২.৭৪ কোটি রুপি। রেটিং পাঁচে দুই।
রোমান্স ড্রামা ‘দোস্তি জিন্দাবাদ’-এ পার্থ ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন দেব শর্মা, সাকশি মাড়গ্গো, রাহুল চৌধারি, অপূর্ব নাইন, আব্বাস খান, সাবিহা আতরওয়ালা, শক্তি কাপুর, মোহন জোশি এবং আয়ুব খান। প্রথম দিনের আয় ৪৫ লাখ রুপি। সপ্তাহান্তের আয় ১.৪৪ কোটি রুপি। রেটিং পাঁচে এক।
‘বালা’ এ পর্যন্ত আয় করেছে ১০৫.৮৭ কোটি রুপি। ‘মারযাবাঁ’র আয় ৪২.৯২ কোটি রুপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।