Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমন ধান সংগ্রহ অভিযান লটারিতে নির্ধারিত ১৫৪৩ কৃষক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এবার আমন ধান সংগ্রহ অভিযানকে সামনে রেখে কৃষি বিভাগের তালিকাভুক্ত মোট ১২ হাজার ২শ’ ৭২ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ১৫শ’ ৪৩ জন কৃষকের ভাগ্য নির্ধারিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ধান সংগ্রহ অভিযানে অংশ নেয়া কৃষকদের তালিকা লটারীতে নির্ধারণ করা হয়। লটারী পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, ্উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলি খান প্রমুখ। লটারীতে কৃষি বিভাগের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে গোমস্তাপুর ইউনিয়নে ১শ’ ১৯ জন, চৌডালা ইউনিয়নে ৩৪ জন, বোয়ালিয়া ইউনিয়নে ৭৩ জন, আলিনগর ইউনিয়নে ৯১ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ১শ’ ১২ জন, রহনপুর (নন্দীপুর) ইউনিয়নে ২শ’ ২৪ জন, রাধানগর ইউনিয়নে ৩শ’ ৫৯ জন, পার্বতীপুর ইউনিয়নে ৩শ’ ৯৮ জন ও রহনপুর পৌরসভায় ১শ’ ৩৩ জন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক জানান, প্রত্যেক কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ মে. টন ধান সংগ্রহ করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ