Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানি রোধে শপথ

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্যর আলোকে জামালপুরের ইসলামপুরে আস্থা প্রকল্পের উদ্যোগে ১২টি উচ্চ বিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
জানা যায়, আস্থা প্রকল্পের মাঠ পর্যায়ের অংশীদার সংগঠন-স্বাবলম্বী উন্নয়ন সমিতি আয়োজনে ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহযোগিতায়, বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দ‚তাবাসের অর্থায়নে, নানান কর্মস‚চির মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বলা হয় আমি শপথ করছি যে, একজন সচেতন শিক্ষক ও শিক্ষার্থী হিসেবে নারী ও শিশুর প্রতি কোনো প্রকার নির্যাতন করবো না। আমি আমার পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, গনপরিবহনসহ সকল স্থানে নারী ও শিশুর প্রতি যে কোনো প্রকার নির্যাতন প্রতিরোধে সচেষ্ট থাকবো এবং সম্মিলিত ভাবে প্রতিরোধ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ