Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

গৌরীপুরে ইটভাটায় অভিযান

গৌরীপুর উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ময়মনসিংহের গৌরীপুরে গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অনুমোদনবিহীন তানিয়া ব্রিকস ফিল্ডের সিমনি ও ভাটাগুড়িয়ে দেয়। একই সময়ে শাপলা ব্রিকসকে এক লাখ টাকা, তারা মিয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মো. হাবিব উল্লাহ ব্রিকসে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতিপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের লাইসেন্স না থাকায় মেসার্স তারা ব্রিকস ও মেসার্স তানিয়া ব্রিকস ফিল্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের পাশে ইটভাটা থাকায় শাপলা ব্রিকসে শর্তারোপ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সঙ্গে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন, মাস্তুরা আমিনা, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক নূর আলম, সহকারী পরিচালক সাবিকুন্নাহার।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলম জানান, অনুমোদনবিহীন ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে পরিবেশের ক্ষতিকারক ইটভাটাগুলোকে বন্ধ করে দেয়া হবে।

 বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ধোপাজাঙ্গালিয়া গ্রামের আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আরশাদুল হক শিশুকন্যা জান্নাতুল অমিকে কোলে নিয়ে পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে বিদ্যুৎ সুইচে চাপ দেন। এ সময় বিদ্যুস্পর্শ হন বাবা ও মেয়ে। এতে ঘটনাস্থলে কৃষক আরশাদ আলী মারা যান। অমিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশু অমি মারা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ