Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুরে স্বাভাবিক প্রসববিষয়ক কর্মশালা

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

জামালপুর ইসলামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেক, পরিবার পরিকল্পনা ময়ময়নসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডা. মোহাম্মদ শরীফ, সিভিল সার্জন জামালপুর ডা. গৌতম রায়, স্থানীয় সরকার জামালপুরের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, এমসিএইচ-সার্ভিসেসউপ পরিচালক ডা. তৃপ্তি বালা, ডা. সাজদা-ই-জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল বক্তব্য রাখেন। এতে ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মীসহ সুধীজনরা অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ