Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুদ খাবেন না, ঘুষ দেবেন না, নেক আমল করে খাঁটি মুসলমান হতে হবে

ছারছীনার পীর শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ছারছীনা দরবার শরিফের পীর ও আমিরে হিযবুল্লাহ মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ বলেছেন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে হজরত মোহাম্মদ (সা.) এর নির্দেশিত পথে চলে ইবাদত বন্দেগীর মাধ্যমে নেক আমল করে খাঁটি মুসলমান হতে হবে। চলনে-বলনে, সিরাতে-সুরাতে, আচার-আচরণে নবীকে অনুসরণ করতে হবে। গত সোমবার বাংলাদেশ ছাত্র, যুব ও জমইয়তে হিযবুল্লাহ রাজাপুর উপজেলা শাখা আয়োজিত বার্ষিক ঈসালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় পীর ছাহেব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শান্তির ধর্ম ইসলামের নাম ব্যবহার করে যারা লম্বা জুব্বা ও দাড়ির লেবাসে ধর্শের অপব্যাখ্যা দিয়ে ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করে অশান্তির দাবানল ছড়াতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জীবনকে সুন্দর করতে হলে হক্কানি আলেমদের সান্নিধ্যে থেকে নামাজ ও রোজাসহ ইসলামি আহকাম মেনে জীবন পরিচালিত করতে হবে। তবেই পৃথিবী ও পরপারে মহান আল্লাহ এবং নবীর সান্নিধ্য লাভ করা সম্ভব হবে। সুদ খাবেন না, ঘুষ দিবেন না, হারাম খাবেন না, হালাল খাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দায থাকবেন, মিথ্যা বলবেন না, সদা সত্য কথা বলবেন। ছবক আদায় করবেন।
গত সোমবার রাত ১১ টায় থেকে সোয়া১২টা পর্যন্ত রাজাপুর পাইলট হাইস্কুল মাঠে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহহ রাজাপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল গফফার কাসেমীর সভাপতিত্বে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পীর সাহেব হুজুর এ কথা বলেন।
এছাড়াও মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির পীরজাদা মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষে আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাাহ বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশ এবং জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ