Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে প্রযুক্তি বিষয়ক কর্মশালা

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ গবেষণা বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ষোলশহর এর আয়োজনে সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি নির্বাহী অফিসার মিল্টন রায়।
চট্টগ্রাম বিভাগীয় বন গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা ডেইজি বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী বন গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা জহিরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার সৈয়দ মাহবুবুল হক, স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহবায়ক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর উদ্দিন রাশেদ, সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারু সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, শিক্ষা অফিসার মো. নুরুচ্ছোফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।
কর্মশালায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর উদ্ভাবিত নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক ধারণা ও আলোচনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ