Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিক নাট্য সম্প্রদায়ের সপ্তাহব্যাপী নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নাগরিক নাট্য সম্প্রদায় ২০১৮ সালে ৩ দিনব্যাপী একটি বর্ণাঢ্য নাট্যোৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৫০ বছর এবং দর্শনীর বিনিময়ে নিয়মিত নাটক মঞ্চায়নের ৪৫ বছর উদযাপন করে। নাগরিক সবসময়ই বিশ্বাস করে, মঞ্চ নাটককে চলমান এবং অগ্রগামী রাখতে হলে মঞ্চে নিয়মিত মানসম্পন্ন নতুন নাটক মঞ্চায়নের বিকল্প নেই। আর তাই, সেই উৎসবে নাগরিক বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ মঞ্চ নাটক নির্দেশকদের প্রণাদেনা প্রদানের মাধ্যমে নতুন নাটক মঞ্চে আনার এবং সেই নতুন নাটকগুলারে উদ্বোধনী মঞ্চায়ন নিয়ে একটি উৎসব উদ্যাপনের ঘাষেণা দেয়। এ ধারাবাহিকতায় আমরা আগামী ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী ‘নতুনের উৎসব ২০১৯’ শিরানোমে শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মিলনায়তনে উৎসব পালন করতে যাচ্ছে দলটি। নতুনের উৎসব ২০১৯'বাংলাদেশের মঞ্চ নাটকচর্চায় এই কার্যক্রমে তরুণ নাট্য নির্দেশকদের মধ্য থেকে নাটক নির্বাচন করা হয়েছে। নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান ও প্রফেসর আব্দুস সেলিম এবং নাগরিক নাট্য স¤প্রদায়ের জেষ্ঠ্য সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত জুরী বার্ডের মাধ্যমে নাটক নির্বাচন করা হয়। এ বছর যে সকল নির্দেশকেরা প্রণোদনা পেয়েছেন তারা হলেন : শামীম সাগর, হৃদি হক, সাইদুর রহমান লিপন, কাজী তৌফিকুল ইসলাম ইমন ও শুভাশিস সিনহা। পৃষ্ঠপাষেকতার মাধ্যমে এই নাট্য কার্যক্রম এবং উৎসবকে সফল করতে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইউনিলিভার, বার্জার পেইন্টস এবং ঢাকা ব্যাংক লিমিটেড। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ২৯ নভেম্বর বিকাল ৫:০০টায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও নাগরিক নাট্য স¤প্রদায়ের সহ সভাপতি সারা যাকের এবং সভাপতিত্ব করবেন দলের সাধারণ স¤পাদক আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে, এম, খালেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব আইটিআই-এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আরণ্যক নাট্য দলের প্রধান স¤পাদক মামুনুর রশীদ, ঢাকা থিয়েটারের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নতুন প্রজন্মের প্রতিশ্রæতিশীল নারী সংস্কৃতিসেবী হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেবেন বন্যা মির্জা, সামিনা লুত্যা নিত্রা, তনিমা হামিদ, আইরিন পারভীন লাপো, সাধনা আহমেদ, হৃদি হক, জ্যোতি সিনহা। উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে নাগরিক নাট্য স¤প্রদায়ের একটি নতুন নাটক এবং মঙ্গলদীপ ফাউন্ডেশন প্রযোজিত দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের অভিনীত একটি নতুন নাটক। প্রতিটি নাটকের প্রথম মঞ্চায়ন হবে এই উৎসবে। উৎসবে বৈচিত্রময় নাটক মঞ্চায়নের ব্যাপারে সচেষ্ট রয়েছে নাগরিক নাট্য স¤প্রদায়। উৎসবের প্রথম দিন ২৯ নভেম্বর পান্থ শাহরিয়ারের রচনা এবং নির্দেশনায় মঞ্চস্থ হবে কালো জলের কাব্য নাটকটি। ৩০ নভেম্বর শামীম সাগর রচিত এবং নির্দেশিত নাটক রাধারমণ। ড. রতন সিদ্দিকী রচিত এবং হৃদি হক নির্দেশিত আকাশে ফুইটেছে ফুল- লেটোকাহন নাটকটি মঞ্চস্থ হবে ১ ডিসেম্বর। সাইদুর রহমান লিপনের নির্দেশনায় ২ ডিসেম্বর মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের অরূপরতন। ৩ ডিসেম্বর ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসের নাট্যরূপ খোয়াবনামা মঞ্চস্থ হবে কাজী তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায়। ৪ ডিসেম্বর একটি আফ্রিকান গল্পকে অবলম্বন করে শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় ও মনপাহিয়া নাটকটি। ৫ডিসেম্বর দৃষ্টি প্রতিবন্ধী কুশীলবদের দ্বারা মঞ্চস্থ হবে অনুপ আইচ এবং সিদ্দিক আহমেদ রচিত নাটক লটারী'। নাটকটি নির্দেশনা দিয়েছেন মোস্তাফিজ শাহীন এবং ড্রামাটুর্গের ভ‚মিকায় ছিলেন সারা যাকের। নাটকগুলো মঞ্চস্থ হবার পাশাপাশি উৎসবের শেষ দিন নাট্যাঙ্গনের সম্মানিত চারজন জেষ্ঠ্য নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, জ্যোৎস্না বিশ্বাস, লাকী ইনাম এবং শিমুল ইউসুফকে সম্মাননা জানাবে নাগরিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান ও নাট্যকার অধ্যাপক আব্দুস সেলিম। ধন্যবাদ জ্ঞাপন করবেন উৎসব সমন্বয়কারী সারা যাকের। সভায় সভাপতিত্ব করবেন নাগরিক নাট্য স¤প্রদায়ের সহ সভাপতি আবুল হায়াত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ