Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্মানী ছাড়াই ‘হাসলার্স’ করেছেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

এই বছরের হিট ফিল্ম ‘হাসলার্স’-এ একেবারে সম্মানী ছাড়াই কাজ করেছেন জেনিফার লোপেজ। নিউ ইয়র্কের কয়েকজন স্ট্রিপারকে নিয়ে ফিল্মটির গল্প যারা ওয়াল স্ট্রিটের কয়েকজন ব্যবসায়ীকে ঠকিয়ে টুপাইস কমাবার জন্য দল বাঁধে। চলতি বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে লোপেজ রামোনার ভূমিকায় অভিনয় করেছেন। রামোনাই এই স্ট্রিপার প্রতারকের দলটি গঠন করে। একটি আন্তর্জাতিক সাময়িকীকে তিনি বলেন, “আমি পছন্দ করি এমন কাজই করি। আমি ‘হাসলার্স’-এর জন্য আমাকে খুব বেশি সম্মানী দেয়া হয়েছে এমন নয়। আমি এটি বিনা সম্মানীতে করেছি আর প্রযোজনা করেছি। আমি নিজেই বিনিয়োগ করেছি।” নিউ ইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত জেসিকা প্রেসলারের লেখা একটি প্রবন্ধ অবলম্বনে লোরিন স্কাফারিয়া পরিচালিত ‘হাসলার্স’-এর অস্কার জয় নিয়ে বেশ সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে কয়েকজন পেশাদার নর্তকী তাদের চতুর মক্কেলদের ঠকিয়ে বিপুল হাতিয়ে নেবার পরিকল্পনা করে। লোপেজ জানান চলচ্চিত্রটিতে নারীদের ক্ষমতা তুলে ধরা হয়েছে বলে তিনি এটি নিয়ে গর্বিত। “ এটি একটি বিপ্লবের মত। সবাই জানে এর সব প্রযোজক নারী, পরিচালক, কাহিনীকার চিত্রনাট্যকার সবাই নারী; প্রধান ভূমিকাগুলোও নারীরাই করেছে। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি চলচ্চিত্রে পুরুষরা নারীদের দুর্বলতার সুযোগ নিচ্ছ, তাই অবস্থা উল্টে গেছে দেখে এতে কাজ করে ভাল লেগেছে,” তিনি আরও বলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ