রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নবম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে (১৫) বিয়ে করতে আসায় ভ্রাম্যমান আদালত বর মাহমুদুল হাসান রঞ্জুকে (২৩) পাঁচ দিনের কারাদÐ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের সাউদ পাড়া এলাকায়।
জানা যায়, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মাহমুদুল হাসান কেন্দুয়া পৌর সদরের পশ্চিম সাউদ পাড়া এলাকা নিবাসী এনামুল হকের মেয়ে কারিগরি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে গত রবিবার রাতে বিয়ে করতে বর সেজে আসে। খবর পেয়ে কেন্দুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম পুলিশ নিয়ে কনের বাড়িতে গিয়ে বর কনের অভিভাবক ও স্বজনদের অনেক বুঝিয়ে শুনিয়ে বাল্য বিয়ে বন্ধ করার চেষ্টা করে। এ সময় বর মাহমুদুল হাসান রঞ্জু বাড়াবাড়ি করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বরকে ৫ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজাপ্রাপ্ত বর মাহমুদুল হাসান রঞ্জুকে গতকাল সোমবার সকালে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।