রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো. লি. কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে উপজেলার মৌটুপী ব্রিজ সংলগ্ন লাইন থেকে ইউছুফপুর গ্রাম পর্যন্ত সংযোগ প্রায় ২ কিলোমিটার অবৈধ এই গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করে এবং লাইনটি উচ্ছেদ করেন তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্্েরট গোলাম মোস্তফা। এ সময় আরও ছিলেন বাখরাবাদ গ্যাস কোম্পানীর ডি জি এম ভিজি ল্যান্স প্রকৌশলী রবিউল হক, ডিজিএম প্রকৌশলী সেবা মুর্তুজা রহমান খাাঁন, ডিজিএম সেফটি এন্ড সিকিউরিটি মো. হেলাল উদ্দিন সিকদার, র্যাব-১১ কুমিল্লা-২ সিপিসি মো. রবিউল হক ও তিতাস থানার এ এস আই রহমত উল্লাহ। এ বিষয়ে ডিজিএম হেলাল উদ্দিন সিকদার বলেন আমরা তদন্ত করে শনাক্ত করেছি তিতাসে বেশ কয়েকটি লাইন অবৈধভাবে সংযোগ দিয়েছে। গতকাল সোমবার এ লাইনটির উচ্ছেদ কাজ শুরু করেিেছ পর্যায়ক্রমে বাকিগুলো উচ্ছেদ করা হবে। তিনি আরও বলেন যারা রাতের আধারে অবৈধভাবে এ সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে উপজেলার মাছিমপুর গ্রামের কয়েকশ বৈধ গ্রাহক সম্প্রতি মানববন্ধন করেছেন তারা বৈধ গ্রাহক হয়ে অবৈধ সংযোগের কারণে গ্যাসের পেশার পাচ্ছেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।