Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে অবাধে চলছে বালু উত্তোলন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মোবাইল কোটে উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে প্রায়ঃশই সাজা দেয়া হলেও থেমে নেই বালু উত্তোলন।
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী ভূ-গর্ভস্থ বালু উত্তোলন অবৈধ ও আইনত দÐনীয় অপরাধ হলেও এ নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এক শ্রেণির অসাধু বালুখেকো আইনকে বৃদ্ধাগুলি প্রদর্শন করে নিজের ইচ্ছামত ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। এতে করে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি আবাদি জমি অনাবাদিতে পরিণত হচ্ছে। এদিকে ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর গ্রামে বালু ব্যবসায়ী ইউসুফ আলী দীর্ঘদিন থেকে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করে আসছেন। অপরদিকে একই ইউনিয়নের মাজেদুল, আনারুল, ইউসুফ, সুলতান, রবিউল, আলমগীর দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।
মনে হয় যেনো বালু উত্তোলনের উৎসব চলছে। বালুখেকোরা প্রতিদিন বালু বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছে। দেখার যেন কেউ নেই। বালু বহন করা ট্রাক, লড়ির চাপে কাঁচা রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ