রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত পত্রে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২০ ধারা এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুসারে নির্বাচন কমিশন বিভিন্ন শূন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের আওতায় কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আগামী ৩০ ডিসেম্বর উপজেলার ৭নং মসূয়া ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফছিলে ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলেরর শেষ দিন, ৫ ডিসেম্বর বাছাই, আপিল নিস্পত্তি ৯-১১ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১২ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। জানা যায়, গত ২৯ আগস্ট মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষে করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।