Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে ইউপি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত পত্রে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২০ ধারা এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুসারে নির্বাচন কমিশন বিভিন্ন শূন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের আওতায় কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আগামী ৩০ ডিসেম্বর উপজেলার ৭নং মসূয়া ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফছিলে ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলেরর শেষ দিন, ৫ ডিসেম্বর বাছাই, আপিল নিস্পত্তি ৯-১১ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১২ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। জানা যায়, গত ২৯ আগস্ট মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন
কটিয়াদী উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষে করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।



 

Show all comments
  • মোঃ ইউসুফ মিয়া ২৩ নভেম্বর, ২০২১, ১২:৫৯ এএম says : 0
    নতুন প্রাথী টাকা দিয়ে কিভাবে মনোনয়ন কিনতে পারে।আগামীকাল ঘোষণা হওয়ার কথা তারা আজকে কিভাবে মনোনয়ন প্রচার করে তারা মনোনয়ন পাইছে।এইদিকে দীর্ঘ দিন ধরে কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ছিলেন কিন্তু তাকে কেনো মনোনয়ন দেওয়া হয় নি।নতুন প্রাথী এসেই যদি এভাবে টাকা দেখিয়ে মনোনয়ন নিয়ে যায় তাহলে এতোদিন ধরে যারা আওয়ামী লীগ করে তারা কি করবে।তাই প্রধানমন্ত্রী অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন আপনার বিষয়টা বিবেচনায় আনবেন। যাতে যারা এতো ধরে আওয়ামীলীগের সাথে জরিত তারা যাতে বুক ফুলিয়ে পারে আমি আওয়ামী লীগের নেতা।জয় বাংলা জয় বঙ্গবন্ধু
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ