রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের নলডাঙ্গা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুলালুর রহমান দুলালের উপর পুলিশী নির্যাতন ও মিথ্যা মামলায় আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের চত্বরে নলডাঙ্গা উপজেলা জনসাধারণ এবং বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষকের ওপর পুলিশী অমানুষিক নির্যাতন এবং অন্যায় ভাবে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং দোষী পুলিশের বিচারের দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি, এলাকাবাসি, শিক্ষক এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০১৯ ইং তারিখে নাটোরের নলডাঙ্গা উপজেলা মাছ বাজারে এক মহিলাকে পুরুষ পুলিশ দেহতল্লাসী করে। এ সময় শিক্ষক দুলাল এ রকম তল্লাসীর প্রতিবাদ করায় পুলিশ তাকে নির্যাতন করে ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আটক ও মামলা দায়ের করে। বর্তমানে ওই শিক্ষক জামিনে মুক্ত রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।