রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া উপজেলা মডেল মসজিদ নির্মাণে বাঁধা ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার পটিয়ায় ১টি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় ছিলেন হাজী আনোয়ার আলী চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম মোতোয়াল্লী ও মসজিদ কমিটির সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মাস্টার, পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ আলমগীর, কাজী বদিউর রহমান, হাজী মফিজুর রহমান ও মসজিদের খতিব রহমত উল্লাহ আল কাদেরী।
অভিযোগে তারা জানান, ১৮৯২ সালে হাজী আনোয়ার আলী চৌধুরী মসজিদ প্রতিষ্ঠা করে মসজিদের জন্য প্রায় ২ একর ১৯ শতক জমি দান করেন। পরবর্তীতে মসজিদ পরিচালনা কমিটির জন্য ওয়াকফ প্রশাসকে মোতোয়াল্লী নিযুক্ত করা হয়। স্থানীয়ভাবে মসজিদ পরিচালনার জন্য ২০১৯ সালে একটি কমিটি করে সেখানে আরব আলী চৌধুরীকে সভাপতি ও জালাল উদ্দিন মাস্টারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
স্থানীয় সরকার পলী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে সরকার সারা দেশে জেলা উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ১৪ কোটি টাকা। উক্ত মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা প্রশাসন হাজী আনোয়ার আলী চৌধুরী জামে মসজিদের নাম প্রস্তাব করলে বর্তমান কমিটি স্থানীয় লোকজনসহ মোতোয়াল্লী কমিটির অন্যতম সদস্য সুলতান আহমদ চৌধুরীসহ উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। সে অনুযায়ী বর্তমানে মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
নির্মাণ কাজ উদ্বোধন কালে মোতোয়াল্লী কমিটির অন্যতম সদস্য হাজী সুলতান আহমদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত মসজিদ পটিয়া হাজী আনোয়ার আলী চৌধুরী মডেল মসজিদ নামকরণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।