রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরকার কাগজপত্র ঠিক করতে সাত মাস সময় দেয়ায় ও নতুন আইনের ধারা শিথিল করার আশ্বাসের প্রেক্ষিতে চালকরা বাস চালানো শুরু করায় পর আবারও দিনাজপুরের হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে বাস চলাচল স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে এই দুইপথে বাস চলাচল স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
এদিকে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এ পথে চলাচলরত যাত্রিদের। হিলি বাসস্টান্ডের চেইন মাস্টার রেজাউল ইসলাম বলেন, নতুন আইনের কারণে চালকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় গত বৃহস্পতিবার বিকেল থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে বাস চলাচল বন্ধ ছিলো।
সম্প্রতি সরকার বাসের কাগজপত্র ঠিক করতে আগামী ৩০শে জুন পর্যন্ত সময় দেয়ায় এবং নতুন আইনে শ্রমিকদের জামিন অযোগ্য ধারা, ৫ লাখ টাকা জরিমানা আপাতত স্থগিত রাখার আশ্বাসের প্রেক্ষিতে চালকরা আবারও বাস চালানো শুরু করেছেন। এতে করে তিনদিন পর এ পথ দিয়ে বাস চলাচল শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।