Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া রুটে বাস চলাচল শুরু

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সরকার কাগজপত্র ঠিক করতে সাত মাস সময় দেয়ায় ও নতুন আইনের ধারা শিথিল করার আশ্বাসের প্রেক্ষিতে চালকরা বাস চালানো শুরু করায় পর আবারও দিনাজপুরের হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে বাস চলাচল স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে এই দুইপথে বাস চলাচল স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
এদিকে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এ পথে চলাচলরত যাত্রিদের। হিলি বাসস্টান্ডের চেইন মাস্টার রেজাউল ইসলাম বলেন, নতুন আইনের কারণে চালকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় গত বৃহস্পতিবার বিকেল থেকে হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া পথে বাস চলাচল বন্ধ ছিলো।
সম্প্রতি সরকার বাসের কাগজপত্র ঠিক করতে আগামী ৩০শে জুন পর্যন্ত সময় দেয়ায় এবং নতুন আইনে শ্রমিকদের জামিন অযোগ্য ধারা, ৫ লাখ টাকা জরিমানা আপাতত স্থগিত রাখার আশ্বাসের প্রেক্ষিতে চালকরা আবারও বাস চালানো শুরু করেছেন। এতে করে তিনদিন পর এ পথ দিয়ে বাস চলাচল শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ