রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলারোয়ার পল্লীতে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সুলতান (৫২) নামে এক কলা বিক্রেতাকে দগ্ধ করে হত্যা প্রচেষ্টা চলানো হয়েছে। গুরুতর আহত সুলতানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত শনিবার রাতে উপজেলার নাথপুর গ্রামের মৃত মোহর আলী দালালের পুত্র সুলতান সকালে সরবরাহ দেওয়া কলার টাকা আদায়ে জন্য বাড়ি থেকে বের হয়। রাত প্রায় ৯ টায় মাদরা বাজারের সন্নিকটে গাঙ্গুলি বাড়ির মোড়ের নিকট পৌছালে অজ্ঞাতনামা দূবৃত্তরা সুলতানের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় সুলতানের আত্মচিৎকারে পাশবতী বাড়ির লোকজন এসে তার গায়ের আগুন নেভানো চেষ্টা করে। খবর পেয়ে কলারোয়া পুলিশ ঘটনাস্থলে পৌছে সুলতানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুলতান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।