Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সাফা ডিগ্রি কলেজে প্রায় তিন শতাধিক রোগীকে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হাসাপাতলের ৮জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন।
এ সময় ১২৯ জন পুরুষ ও ১৬০ মহিলা রোগীকে ব্যবস্থাপত্র এবং ৬৫ জনকে ছানী অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হাসাপাতলে নিয়ে যাওয়া হয়।
চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রিকের আঞ্চলিক সমন্বয়ক মো. ফারুক রহমান, সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কৃষ্ণ, প্রভাষক এ,কে, সাকিল আহমেদ, রিক এর ভান্ডারিয়ার এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম, মঠবাড়িয়ার এরিয়া ম্যানেজার জি.এম. মাহমুদ জুয়েল ও ধানীসাফা শাখা ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ