প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ মারযাবাঁ
২ বালা
৩ মোতিচুর চাকনাচুর
৪ হাউসফুল ফোর
৫ উজদা চামান
মোতিচুর চাকনাচুর
দেবমিত্র বিস্বাল পরিচালিত কমেডি ফিল্ম।
অ্যানি (আতিয়া শেট্টি) এক অবিবাহিত তরুণী। তার জন্য বরের সন্ধান চলছে। তার পছন্দ প্রবাসী পাত্র। যাতে বিদেশে গিয়ে সে সোশাল মিডিয়াতে ছবি পোস্ট করে সবার ঈর্ষা সৃষ্টি করতে পারে। এর মধ্যে কয়েক ডজন পাত্র দেখ হয়ে গেছে। পাশাপাশি পুষ্পিন্দার (নেওয়াজউদ্দিন সিদ্দিকি) কনে খুঁজছে। দুবাইতে কাজ করে সে। বিয়ে করার জন্য মরিয়া সে। তার মা (বিভা ছিব্বার) এমন পাত্রী চায় যার বাবা তার ছেলেকে প্রচুর যৌতুক দিতে পারবে। ঘটনাক্রমে অ্যানি আর পুষ্পিন্দার পড়শি। আর অ্যানির পরিবার মনে করে তারা তাদের কন্যার যোগ্য পাত্র পেয়ে গেছে। অ্যানিও রাজি হয়ে যায়। অবশেষে সে বিদেশ যেতে পারছে। দুজনই রাজি বিয়েতে। যাতে বিয়েটা হয় তার জন্য তারা পরস্পরের কাছে কিছু ভুল তথ্য দেয়। প্রশ্ন হল এসব মিথ্যা জানার পর কি বিয়েটা আর হবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।