Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম


হলিউড শীর্ষ পাঁচ
১ ফোর্ড ভার্সেস ফেরারি
২ মিডওয়ে
৩ চার্লি’স অ্যাঞ্জেলস
৪ প্লেয়িং উইথ ফায়ার
৫ লাস্ট ক্রিসমাস

চার্লিস অ্যাঞ্জেলস
১৯৭০ দশকের একই নামের জনপ্রিয় টিভি সিরিজ অবলম্বনে অ্যাকশন কমেডি ‘চার্লি’স অ্যাঞ্জেলস’ পরিচালনা করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস। ‘পিচ পারফেক্ট টু’ (২০১৫) এবং ‘মুভি ফর্টি থ্রি’র ‘মিডলস্কুল ডেট’ অংশ পরিচালনা করেছেন ব্যাঙ্কস। রহস্যময় চার্লি সাবিনা উইলসন (ক্রিস্টেন স্টুয়ার্ট) আর তার পার্টনার জেইন কেনোকে (এলা বালিন্স্কা)নতুন এক মক্কেল এলেনা হোলিনের (নেয়োমি স্কট) নিরাপত্তার ভার দেয়া হয়। এলেনা একজন প্রোগ্রামার। সে এমন একটি সফটওয়্যার তৈরি করছে যা বিপ্লব সৃষ্টি করবে বলে সবার ধারণা। সমস্যা হল একই সফটওয়্যারকে মারণাস্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বোজলির (জিমন হনসু) সঙ্গে এলেনার প্রাথমিক সাক্ষাত হয়। কিন্তু তাদের এই সাক্ষাতের কথা ফাঁস হয়ে যায়। হামলার শিকার হলে জেন আর বোজলি নিরাপদে স্থান ত্যাগে সক্ষম হয়। এলেনার সঙ্গে জেইন সাক্ষাত করে তারপর তারা আরেক বোজলি’র (এলিজাবেথ ব্যাঙ্কস) সঙ্গে দেখা করলে জেইনকে তার মিশনের উদ্দেশ্য ও তার করণীয় জানান হয়। সাবিনা যোগ দেয়। তারা এলেনার সফটওয়্যার দিয়ে তৈরি মারণাস্ত্র উদ্ধারের জন্য বেরিয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ