Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য ঘাটতি জাপানের

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে মে মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে ৪০.৭ বিলিয়ন ইয়েন (৩৮৮ মিলিয়ন ডলার)। যা চলতি বছরে দেশটিতে পণ্য বাণিজ্যে প্রথম ঘাটতি। জাপানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে জাপানে বাণিজ্য বেড়েছিল ৮২৩.২ মিলিয়ন ইয়েন। সর্বশেষ প্রকাশিত তথ্য এর সম্পূর্ণ উল্টো। মে মাসে গত বছর একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ১১.৩ শতাংশ (৫.০৯ বিলিয়ন ইয়েন)। সেখানে আমদানি কমেছে ১৩.১৮ শতাংশ (৫.১ বিলিয়ন ইয়েন)। মূলত আমদানি-রপ্তানি উভয়ই কমায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাপানের অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানের সর্ববৃহৎ ব্যবসায়িক পার্টনার চীন। গত এপ্রিলে সেখানে বাণিজ্য ঘাটতি ছিল ৪০১.০৯৩ বিলিয়ন ইয়েন। যা গত বছর একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য ঘাটতি জাপানের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ