পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : এবার আরো বড় পরিসরে হবে ডেনিম এক্সপো। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নভেম্বরের ৮ ও ৯ তারিখে ওই এক্সপো অনুষ্ঠিত হবে। ডেনিম সংশ্লিষ্টদের আগ্রহ বাড়তে থাকায় আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ডেনিম এক্সপোর ৫ম আসর আরো বড় পরিসরে হবে বলে জানা গেছে। আয়োজক সূত্র জানিয়েছে, ওই প্রদর্শনীতে এবার বাংলাদেশসহ ১৭টি দেশের ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রদর্শনীতে দেশি-বিদেশি মিলিয়ে ৮ হাজার দর্শনার্থী উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। একই স্থানে গত এপ্রিলে অনুষ্ঠিত প্রদর্শনীতে ১৩টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এতে দর্শনার্থী ছিল প্রায় ৪ হাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।