Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইম্যান ক্যানের আয়োজনে গ্র্যান্ড ওয়েডিং গালা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর ওয়েস্টিন হোটেলে গত শুক্রবার অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড ওয়েডিং গালা অ্যান্ড গেট টুগেদার’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে উইম্যান ক্যান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। সাহারা খাতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন দুপুর ১২টায়। টাইটেল স্পন্সর ও কো-স্পন্সর যারা ছিলেন তারা মৌসুমীর হাত থেকে পুরস্কার নেন। ২২টি স্টল ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইম্যান ক্যান এর প্রতিষ্ঠাতা, বিউটি ইনফ্লুয়েন্সার ও এক্সক্লুশিয়ার কর্ণধার ন¤্রতা খান, মারিয়া’স বিউটি সেলুন ও জে.কে ফরেন ব্র্যান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিক, বিউটি এক্সপার্ট ও দি পারপেলের কর্ণধার সিলভি মাহমুদ ও আন্তর্জাতিক সনদপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট এবং মেববাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিদা আহসানসহ অনেকে। উইম্যান ক্যানের ন¤্রতা খান বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাইকে নিয়ে এক ছাদের নিচে এনে সম্পর্কের উন্নতি করা ছিল আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনেক ভালো সাড়া পেয়েছি আমরা। মেন্টাল হেলথ, এন্টারপ্রেনার-এর উপর সেমিনার, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সকলে অনুষ্ঠানটি উপভোগ করেন। প্রিভে, গালা, ডিভাইন, ইংলট, নাদিয়া ফার্নিচারসহ বেশকিছু স্টল সাজানো ছিল এই জমকালো আয়োজনে। ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে সংগীতশিল্পী কনা, চিত্রনায়িকা তমা মির্জা, মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া, টয়া, মিসেস বাংলাদেশ অবনী, বাংলাদেশের প্রথম ইউটিউবার পারিজাতসহ অনেকে,যারা বিভিন্ন অঙ্গনে ভালো করছেন নারী হিসেবে তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ