Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চেহরে’তে কৃতি খারবান্ডার স্থলাভিষিক্ত হলেন এলনাজ নরুজি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কৃতি খারবান্ডা ধারণা করতে পারেননি অমিতাভ বচ্চন এবং এমরান হাশমি অভিনীত ‘চেহরে’ থেকে তার বাদ পড়ে বা স্বেচ্ছায় ছেড়ে দেয়া নিয়ে ইন্টারনেটে এতোটা হট্টগোল হবে। এক গুজবে জানা গেছে তিনি তারকাসুলভ নখরা করার জন্য ফিল্মটি থেকে বাদ পড়েছেন। বাস্তবে ঘটনা অন্যরকম। জানা গেছে কোনও নখরা নয় অভিনয়ের অংশ হিসেবে কোনও একটি কাজ করায় তার আপত্তি থাকায় তিনি নিজেই ফিল্মটি ছেড়েছেন। স্পটবয় ই ডটকম বিষয়টি প্রকাশ করেছে। এই ওয়েবসাইট জানিয়েছে একজন বিশেষ অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ একটি দৃশ্যে অভিনয় করার ব্যাপারে আপত্তি থাকার কারণেই কৃতি নিজেকে গুটিয়ে নিয়েছেন। মাত্র দুদিন শুটিংয়ে অংশ নেবার পর কৃতি ফিল্মটি ছাড়েন আর প্রায় সঙ্গে সঙ্গে নির্মাতারা তার জায়গায় ইরানি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী এলনাজ নরুজিকে (ছবিতে বাঁয়ে) নেবার ঘোষণা দেয়। এলনাজ নেটফ্লিক্স অরিজিনাল ‘সেক্রেড গেমস’-এ জোয়া মির্জার ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেছেন। ‘সেক্রেড গেমস’-এর পর এলনাজ জি ফাইভের ওয়েব সিরিজ ‘অভয়’-এ অভিনয় করেছেন। এছাড়া তাকে গুরু রান্দেভার ‘মেইড ইন ইন্ডিয়া’ মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে ২০১৮তে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ