Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়েল আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার চেষ্টা করছে : লিয়াম গ্যালাগার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১৯৯১ সালে ব্রিটিশ ব্যান্ড ওয়েসিস প্রতিষ্ঠিত হয়। দুই ভাই লিয়াম গ্যালাগার আর নোয়েল গ্যালাগার ( ছবিতে ডানে) ছিলেন ব্যান্ডের প্রধান দুই সদস্য। ব্যান্ড হিসেবে ওয়েসিস যতটা না কিংবদন্তী তার চেয়ে বেশি খ্যাত দুই ভাইয়ের দ্ব›দ্ব নিয়ে। কথিত আছে ২০০৯ সালে তাদের এই বিবাদের কারণেই ম্যানচেস্টারের এই জনপ্রিয় ব্যান্ডটি ভেঙে যায়. কিন্তু দুই ভাইয়ের ঝগড়া কিন্তু থেমে নেই। লিয়াম (৪৭) স¤প্রতি অভিযোগ করেছেন, বড় ভাই নোয়েল (৫২) তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেবার চেষ্টা করছেন। যদিও নোয়েল এর আগে অভিযোগ করেছেন সোশাল মিডিয়াতে লিয়ামের গলাবাজির কারণেই ওয়েসিসের পুনর্মিলন সম্ভব হয়নি। নোয়েল স¤প্রতি ব্যান্ডের পুনর্মিলনের সম্ভাবনা বাতিল করে দেন, আর তিনি জানান তার ভাইয়ের প্রতিটি টুইট তাদের সম্ভাব্য রিইউনিয়নের কফিনে একেকটা পেরেক। এর বিপরীতে লিয়াম টুইট করেন নোয়েলের পরবর্তী পদক্ষেপ হল তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া। ওয়েসিসের ফ্রন্টম্যান লিয়াম তার ৩২ লক্ষ ফলোয়ারকে লিখেছেন : “দূর থেকে আমার কাছে খবর এসেছে আমার টুইট পছন্দ নয় বলে এন.জি.’র দল আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার চেষ্টা করছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ