রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামে গতকাল শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নিহতরে নাম মোক্তার মোল্লা (৬৫)। সে মিবরামপুর গ্রামের জলিল মোল্লার ছেলে।
নিহত মোক্তার মোল্লার স্ত্রী মাজেদা বেগম জানান, তার স্বামী গতকাল শনিবার ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফেরার সময় ১০/১২ জন ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করে মারাত্মক জখম করলে সে ঘটনাস্থলে নিহত হয়। নিহতের পরিবারের লোকজন জানান, জমি জমা নিয়ে একই গ্রামের জাফর মোল্লার সাথে আক্তার বিশ্বাসের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আক্তার বিশ্বসের লোকজন এ হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনার পর ১টি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, জমিজমা নিয়ে এ ঘটনা হতে পারে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।